সাধারন জ্ঞান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে তথ্যসমূহ জানুন

ইসলামী-ব্যাংক-বাংলাদেশ- বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি  এটি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাপক সুনাম অর্জন করেছে। আজকে আমার এই আর্টিকেলটিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে আপনাদেরকে অবগত করব ।এটি একটি ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত যা দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথ বিনিয়োগের মাধ্যমে এ ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে  যা ৩৬.৯১%  এবং স্থানীয় ৬৩.০৯% বিদেশী বিনিয়োগ রয়েছে। এটি বাংলাদেশে বেসরকারি খাদে লের মধ্যে অন্যতম স্থান পেয়েছে  এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনী প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক লাভজনক ব্যাংক হিসেবে পরিচিত লাভ করেছে। তাহলে চলুন দেখে নেয়া যাক  ইসলামী ব্যাংক সম্পর্কে-

বাংলাদেশ ইসলামী ব্যাংক  প্রতিষ্ঠিত

এইসলামী-ব্যাংক-বাংলাদেশ-ই ব্যাংকটি  2016 সালের হিসাব অনুসারে  বাংলাদেশ ইসলামী ব্যাংকিং এর পরিসম্পদ ও আমানতের ৯০%  পরিচালনা হয়ে থাকে। সমষ্টিগত দিক থেকে বাংলাদেশের বৃহত্তম বেসরকারি  ঋণদাতা এই ব্যাংকটি।

এই ব্যাংকটিতে  প্রায় ১২ মিলিয়ন আমানতকারী  এবং ১০ মিলিয়ন ডলারের ব্যালেন্স সিড রয়েছে।

বাংলাদেশ ইসলামী ব্যাংক  প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ ব্যাংকের জামায়াত  নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করেছিল।

এই ব্যাংকটি ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে সকল পরিচালকদের  অপসারণ করে  এ মালিকানা তে পরিবর্তন নিয়ে আসে। https://daliatista.com

ইসলামী-ব্যাংক-বাংলাদেশ- মালিকানা পরিবর্তনের ফলে  সরকারের ঘনিষ্ঠ লোকদের  এই সমস্ত জায়গায় বসে দেওয়া হয় ।  এর ফলে এই ব্যাংকটির বড় একটি অংশ শেয়ার ও মালিকানা  চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের অধীনে চলে যায় তারপর থেকে ব্যাংকে আর্থিক সংকটে পড়ে।

ইসলামী-ব্যাংক-বাংলাদেশ-

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড  ব্যবসায়িক তথ্য

  • এই ব্যাংকের  সর্বমোট জোন রয়েছে  ১৭ টি 
  •  সর্বমোট শাখা রয়েছে  ৬২৩ টি
  •  শাখা রয়েছে ৩৯৪ টি
  •  উপশাখা রয়েছে  ২২৯ টি 
  • এই ব্যাংকের এডি শাখা রয়েছে ৭০ টি
  •  সি আর এম মেশিন  রয়েছে ৫৩১ টি
  • এডি শাখা রয়েছে ৭০ টি 
  • কর্পোরেট শাখা রয়েছে ৮ টি
  •  এটিএম বুথের সংখ্যা আছে ১৮৫২ টি
  • ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা ২৭০৬ টি  এবং ওয়ে ব্যাক মেশিন আরক্রাইভ কৃত।
  • এই ব্যাংকটির সর্বমোট জনবল রয়েছে ১১৩৮১ জন।

এই ব্যাংকের অংশীদারিত্ব কারা রয়েছে 

১। ইসলামী উন্নয়ন ব্যাংক

২। জর্ডান ইসলামী ব্যাংক, জর্ডান

৩। বাহারাইন ইসলামী ব্যাংক, বাহরাইন

 ৪। ইসলামী ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং এসএ

 ৫। ইসলামি ইনভেস্টমেন্ট এন্ড  এক্সচেঞ্জ কর্পোরেশন, দোহা, কাতার

৬। শেখ আহমেদ সালাহ জুমজুম, জেদ্দা, কে এস এ

৭। মুদ্রা বিনিময় ও বাণিজ্যের জন্য আল রাজি কোম্পানী

৮। দুবাই ইসলামী ব্যাংক

৯। ফুয়াদ আব্দুল হামিদ আল-খতিব প্রয়াত কে এস এ

১০। দ্যা পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি, সাফাত

১১। কুয়েত ফিনান্স হাউস

 ১২।কুয়েতের তিনটি মন্ত্রণালয় 

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর সেবা সমূহ

  • সেলফিন পদ্ধতি
  • আই ব্যাংকিং সেবা
  • এস এম এস ব্যাংকিং পদ্ধতি
  • মোবাইল ব্যাংকিং সেবা
  • এটিএম সেবা
  • এজেন্ট ব্যাংকিং সেবা 
  • এটিএম  কার্ড সেবা
  • এজেন্ট ব্যাংকিং সেবা
  • সি আর এম/সিডিএম সেবা

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন যে সমস্ত কল্যানমূলক কার্যক্রম সমূহঃ

  • ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
  • কমিউনিটি হাসপাতাল
  • সেবা কেন্দ্র
  • মনোরম ইসলামী ব্যাংক ও নৈপুন্য ও ফ্যাশন ঘর
  • ইসলামী ব্যাংক  প্রযুক্তি ইন্সটিটিউট
  • ইসলামী ব্যাংক আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ
  • উন্নায়ন ব্যাংক ফিজিওথেরাপী ও পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র
  • উন্নায়ন আলোচনা কেন্দ্র

ইসলামী ব্যাংক যে  সমস্ত সামাজিক কার্যক্রম পরিচালনা করেন 

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সামাজিক কার্যক্রম ও কল্যানমুলক কাজ পরিচালনা করেন,ব্যাংকটি বৃহৎপরিসরে প্রায় ৩৮ মিলিয়ন টাকা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নামে পৃথক একটি ফাউন্ডেশন গঠন করে সেবা প্রদান করে থাকেন।

ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষে সামাজিক ফাউন্ডেশন কল্যান,শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সুনাম অর্জন ও পুরুস্কার লাভ

ইসলামী-ব্যাংক-বাংলাদেশ-বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় যা বৈদেশিক রেমিট্যান্স আয় করেন  এই ব্যাংকটি। দেশের সকল ব্যাংকগুলোর মধ্যে সব্বোর্চ রেমিটেন্স আয় করার জন্য বাংলাদেশ ব্যাংক,সেন্টার ফর এনআরবি ইসলামী ব্যাংক লিমিটেড কে ২০১৯,২০২০,২০২১,এবং ২০২২ সালে গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করেন।

অতপর বাংলাদেশ ইসলামী ব্যাংক ২০১৯,ও ২০২০ সালে সেরা রেমিটেন্স পুরুস্কার  লাভ করেন। https://www.google.com

দ্যা এশিয়ান ব্যাংকার কর্তৃক ২০২২ সালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসাবে স্বীকৃতি লাভ করেন।

সমাপনীঃ উপরিক্ত বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর সম্পর্কে যে সকল তথ্য প্রদান করা হলো যা আশা করি আপনার উপকারে আসবে। বাংলাদেশে ইসলামী ব্যাংক একটি লাভ জনক প্রতিষ্টা লাভ করেছেন। এতক্ষন আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিয়ে,ও পরবর্তীতে আরো কোন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।

 

admin

মোঃ শফিকুল ইসলাম লেবু (Lecturer) ডালিয়া, ডিমলা, নীলফামারী। আমি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে কন্টেইন ও ব্লগিং পোষ্ট করে থাকি, এ ব্যাপারে পাঠকগন মতামত দিলে - যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *