চিত্র বিনোদন

মোশারফ করিমের বায়োগ্রাফি Biography of Mosharraf Karim

মোশারফ করিমের বায়োগ্রাফি Biography of Mosharraf Karim মোশারফ করিম, বাংলা অভিনয় জগতে মোশারফ করিমের ব্যাপক খ্যাতি রয়েছে। টিভি নাটক এবং টেলিফিল্ম এর  সফল ও জনপ্রিয় অভিনেতা হল মোশারফ করিম। মোশারফ করিমের বিভিন্ন জেলার ভাষায় কথা বলার  দক্ষতা এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে আনন্দ উৎসাহিত করার প্রতিভা কেড়ে নিয়েছে লাখো মানুষের হৃদয়। চলুন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে মোশারফ করিম সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানবো।

মোশারফ করিমের বায়োগ্রাফি

মোশারফ করিমের জন্ম

জনপ্রিয় এই অভিনেতা ১৯৭২ সালের ২২ শে আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। মোশারফ করিমের হোম টাউন হল বরিশাল। তবে অভিনয় সূত্রে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বাস করতে হয়। 

অভিনয় জগতে প্রবেশ 

স্কুল থিয়েটার থেকেই মোশারফ করিমের অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে অভিনয়ের পদার্পণ করার সিদ্ধান্ত নেন এবং “নাট্যকেন্দ্র” নামক একটি মঞ্চ নাটক দলে যোগদান করেন। 

প্রথম নাটক

মোশারফ করিমের প্রথম নাটক হল “অতিথি” দীর্ঘদিন থিয়েটারে কাজ করার পর ১৯৯৯ সালে মোশারফ করিম “অতিথি” নামক নাটকের অভিনয় করেন।

মোশারফ করিমের বিয়ে 

২০০৪ সালে মোশারফ করিম বিয়ে করেন, মোশারফ করিমের স্ত্রীর নাম হলো  রোবেনা রেজা জুঁই। ২০০০ সালে  জুই এর সাথে মোশারফ করিমের প্রথম পরিচয় হয়। সে সময় জুইয়ের বাসার সামনের গলির  একটি কোচিং সেন্টারে মোশারফ করিম  পড়াতো। ওই কোচিং সেন্টারে কোচিং করত  জুঁই।সেখান থেকেই তাদের ধীরে ধীরে পরিচয়,প্রেম এবং বিয়ে হয়। বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে যার নাম রায়ান। পুরো নাম হলো রোবেন রায়ান করিম।  https://daliatista.com

জনপ্রিয়তা

১৯৯৯ সাল থেকে শুরু করে ২০০৪ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর মোশারফ করিমকে অনেক ধরনের সংগ্রাম করতে হয়েছে, তার ওপর তেমন কোনো পরিচিতি হচ্ছিলনা তার। একপর্যায়ে তিনি অভিনয় করেন “ক্যারাম” টেলিফিল্মে,এই টেলিফিল্মটি দর্শকদের মনকে আকৃষ্ট করে এবং ধীরে ধীরে মোশারফ করিম জনপ্রিয় হয়ে ওঠে।

একক নাটক

মোশারফ করিম এ পর্যন্ত প্রায় ২০০ টির ও বেশি একক- নাটকে ( এক- পর্বের) অভিনয় করেছেন।

ধারাবাহিক নাটক

মোশারফ করিম এ পর্যন্ত ৩৩ টির মতো ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

তার বিখ্যাত ধারাবাহিক নাটকঃ

এফ এন এফ,৪২০, ফিফটি ফিফটি, হাউস ফুল, ভবের হাট, মাইক, চাঁদের নিজস্ব কোন আলো নেই,লং মার্চ,চলিতেসে সার্কাস, ইউনিভার্সিটি ইত্যাদ।

অসাধারণ কিছু নাটক

মোশারফ করিমের বিখ্যাত কিছু নাটকের নামঃ

ফ্লাক্সিলোড, আউট অফ নেটওয়ার্ক, বিহাইন্ড দ্যা সিন,ঠুয়া, হাতেম আলী, ক্যারাম ( প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব), জর্দা জামাল, হাওয়ায় মিঠাই, হ্যালো, বারাবারি, উচ্চ মাধ্যমিক সমাধান, মানিব্যাগ, কথা দিলেম তো, যমজ ,সেই রকম চা খোর ইত্যাদি। https://www.google.com

মোশারফ করিমের আরো অসংখ্য বিখ্যাত নাটক  রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না।

সিনেমা

মোশারফ করিম মোট চারটি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো হলোঃ

  • ২০০৭ সালে “দারুচিনি শিল্প”,
  • ২০০৯ সালে “ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” 
  • ২০১২ সালে “ প্রজাপতি”
  • ২০১৩ সালে “ টেলিভিশন”

এছাড়াও সম্প্রতি রিলিজ পেয়েছে মোশারফ করিমের নতুন সিনেমা “ Jalal’s Stroy-জালালের গল্প”।ইতিমধ্যেই পর্তুগালের আভাস্কা চলচ্চিত্র উৎসবের ১৯ তম আসরে “ জালালের গল্প” সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। এবং একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশারফ করিম।

পুরস্কারঃ

মোশারফ করিম তার অসাধারন অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন। “মেরিল প্রথম আলো পুরস্কার” এ তার প্রাপ্তিঃ (সমালোচক পুরস্কার) ২০০৮ সালে “দেয়াল আলমারি”,২০১২ সালে “জর্দ্দা জামাল”,২০১৩ সালে “সেই রকম চা খোর”।

(তারকাজরিপ পুরস্কার) ২০০৯ সালে “হাউজফুল”,২০১১ সালে “চাঁদের নিজস্ব কোনো আলো নেই”,২০১৩ সালে “সিককান্দার বক্স এখন বিরাট মডেল” এবং ২০১৪ সালে “সেই রকম পানখোর”।

শেষ কথা,

মোশারফ করিম বাংলা অভিনয় জগতে জনপ্রিয় একজন অভিনেতা,আশা করি আপনারা আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে মোশারফ করিম সম্পর্কে জানতে পেরেছেন। 

যদি আপনারা আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের পরিচিত মানুষকে শেয়ার করবেন |এবং আমাদের পরবর্তী আপডেট তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

admin

মোঃ শফিকুল ইসলাম লেবু (Lecturer) ডালিয়া, ডিমলা, নীলফামারী। আমি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে কন্টেইন ও ব্লগিং পোষ্ট করে থাকি, এ ব্যাপারে পাঠকগন মতামত দিলে - যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *