চিত্র বিনোদন

শাকিব খানের জীবনী এপার বাংলা চলচিত্রের কিং খান নামে পরিচিত

শাকিব-খানের-জীবনী-আজকে আমি বাংলাদেশ চলচিত্রের কিং বদন্তী শাকিব খান সম্পর্কে লিখব। শাকিব খানের জীবনী,শিক্ষাগত যোগ্যতা,তার ব্যক্তিগত জীবন, তার সম্পদ সম্পর্কে আলোকপাত করব। আরো অন্যন্য তথ্য বিবরণ দেবো।

শাকিব খানের  জীবনী

শাকিব খান তিনি হলেন বাংলাদেশের চলচ্চিত্র জগৎ এর একজন সেরা অভিনতা এবং চলচ্চিত্র প্রযোজক বটে। শাকিব খানের লাইফ স্ট্যাইল সমন্ধে অনেকে জানেন।

শাকিব খান হলো বাংলাদেশের ঢালিউড এর সর্বজন গৃহিত নামকরা পরিশ্রমিক পাওয়া একজন সেরা অভিনেতা। তাই এক বাংলার কিং খান বলা হয়ে থাকে। 

https://daliatista.com

শাকিব খানের জন্ম স্থান

শাকিব খান এর জন্ম স্থান হচ্ছে, ঢাকার নারায়নগঞ্জ গ্রামের জন্মগ্রহন করেন।

তার বাবা ছিলেন এজন সরকারী কর্মচারী,এবং মা ছিলেন গৃহিনী।

বাবার সরকারী চাকুরীজীবি হওয়ার কারনে এক শহর হতে আর এক শহরে পরিবর্তন হওয়া লাগতো। 

শাকিব খান ছোটবেলা থেকে লেখা পড়া খুবেই ভাল ছিল।এইচ এস সি পর্যন্ত লেখাপড়া শেষ করেছেনএই তারকা।

শাকিব খান লেখাপড়ার পাশাপাশি নৃত্য,দিকে বেশি আকৃষ্ট ছিলেন। তিনি সেই সময়ের একজন চলচ্চিত্র কোরিওগাফার আজিজ রেজার এর সাথে পরিচয় হয়ে নাচ এর কোর্স সম্পন্ন করেন।

শাকিব খানের সকল তথ্য নিম্নরুপ

নাম
প্রকৃত নাম মাসুদ রানা শাকিব খান
ডাকনাম শাকিব
জন্ম তারিখ ২৮ শে মার্চ ১৯৭৯ ইং
জন্মস্থান নারায়ণগঞ্জ
পেশা অভিনেতা
বয়স ৪৩ বছর বর্তমান ২০২৩ সাল পর্যন্ত
জাতীয়তা বাংলাদেশী
ধর্ম

ইসলাম

শাকিব খানের শারীরিক তথ্য

শাকিব-খানের-জীবনী-শাকিব খানের বাংলাদেশে কিং খান নামে পরিচিতি লাভ করেন গনমাধ্যম এর মাধ্যমে। শারীরিক সুদর্শন গঠন এর জন্য অনেক মেয়ে তাকে পছন্দ করেন।

শাকিব খানের উচ্চতা ১৮৩ সেন্টিমিটার (১.৮৩ মিটার)
ফুট = ইঞ্চি ৬ ফিট ২ইঞ্চি 
বুকের মাপ ৩৭-৩৫-১৩ ইঞ্চি
বুকের আকার ৩৭ ইঞ্চি
বাইসেপস সাইজ ১৩ ইঞ্চি
বর্তমান সময় ওজন ৮০ কেজি (১৭০ পাউন্ড)
শরীর এর গঠন অ্যাথলেটিক
কোমর ৩৫ ইঞ্চি
চুলের রং কালো
চোখের রং

গাঢ় বাদামী

শিক্ষাগত যোগ্যতা

শাকিব-খানের-জীবনী-ছোটবেলা থেকে জানা যায় শাকিব খান লেখাপড়ায় অনেক মনোযোগী ছিলেন।পরীক্ষার ফলাফল বরাবরে ভাল করতেন।

স্কুল বিদ্যালয় সঠিক তথ্য নেই
কলেজ আব্রাহাম খান জয় কলেজ
শিক্ষাগত যোগ্যতা

এইচ এস সি পাশ

শাকিব খানের পারিবারিক তথ্য

বাবার নাম আব্দুর রব শাকিব হাসান
মায়ের নাম নুরজাহান শাকিব হাসান
ভাই নাই
বোন নাই
স্ত্রীর সংখ্যা শবনম,বুবলি,অপু বিশ্বাস
সন্তান আব্রাহাম খান জয় (অপু বিশ্বাস)
সন্তান শেহজাদ খান বীর ( শবনম বুবলি)
মেয়ে

নাই

 শাকিব খানের কর্মজীবন

শাকিব খান তিনি লেখাপড়ার পাশাপাশি নাচ এর প্রতি দূর্বল ছিলেন,এবং তিনি অভিনয় করতে ভাল বাসতেন। তিনি প্রথম একটি ফটোস্যুট অনুষ্ঠানের জন্য তিনি ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশ যান।

 অবশেষে ফটো স্যূটের কাজ করতে করতে ফটোস্যুটের ধারকবাহক আবুল খায়ের একদিন শাকিব খানের দিকে তার নজর পড়ে যায়, আবুল খায়ের একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন।

আরো জানুন-বাংলাদেশের এযাবৎ কালের সেরা ১০ টি সিনেমা

শাকিব-খানের-জীবনী-অতপরঃ আবুল খায়ের শাকিব খানকে আমন্ত্রন করেন অভিনয় করার প্রস্তাব দেন। তিনি আনান্দে আত্নহারা হয়ে রাজি হন। শাকিব খান সিনেমার জন্য প্রথম পারিশ্রমিক হিসাবে ৫০০০ টাকা পেয়ে ছিলেন।

তার জীবনের প্রথম সিনেমা হচ্ছে অনন্ত ভালোবাসা। মুক্তি পেয়েছিলো ১৯৯৯ সালে।অভিনয় জগতের বাংলাদেশের সালমান শাহ পরের স্থান হিসাবে শাকিবের স্থান রয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রের সেরা জুটি হিসাবে সবচেয়ে বেশি সফল হয়েছিলো অপু বিশ্বাসের সাখে।

শাকিব খান ২০১১ সালে চলচ্চিত্রের শিল্পি সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে ছিলেন। এছাড়া তিনি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করেছেন,পশ্চিমবঙ্গের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সাথে ছবিতে কাজ করেছেন।

শাকিব-খানের-জীবনী

 শাকিব খানের অভিনীত চলচ্চিত্র

  • আমার দোকান তুমি ২০০৫ সাল
  • চাচ্চু
  • দাদীমা
  • কোটি টাকার কাবিন
  • মায়ের মর্য়াদা
  • প্রিয়া আমার প্রিয়া
  • আমার প্রানের স্বামী
  • পিতার আসন
  • তোমাকে বউ বানাবো
  •  ও সাথীরে
  • ছোট সাহেব
  • আমদার শীর্ষ নায়ক
  • মন বড় কষ্ট
  • প্রিয়তমা
  • বলোনা তুমি আমার

শাকিব-খানের-জীবনী-তাছাড়া আরো অনেক ছবিতে কাজ করেছেন।

পুরুস্কার/ সম্মাননা

  • মেরিল প্রথম আলো পুরুস্কার
  • জাতীয় চলচ্চিত্র পুরুস্কার

শাকিব খানের পছন্দ

প্রিয় খেলা ফুটবল
প্রিয় সিনেমা আমার প্রানের স্বামী,আমার প্রানের প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া
প্রিয় খাবার ভাত,ফাস্টফুড,মুরগির মাংস
প্রিয় অভিনেতা সংরক্ষনে নাই
প্রিয় অভিনেত্রী সংরক্ষনে নাই
প্রিয় রং নীল

শাকিব খানের সমালোচনা

 সাকিব খান বাংলাদেশের সেরা অভিনেতা হলেও তার নামেও অনেক সমালোচনার ঝড় হয়ে গেছে শাকিব খান ২০০৮ সালে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন আর এই খবরটি প্রকাশিত হয়েছে। এটি অপু বিশ্বাস নিজেই টেলিভিশনের সামনেই প্রকাশ করেন এবং বলেন তাদের দুজনের একটি ছেলে সন্তানও রয়েছে যার নাম  আব্রাহাম খান জয়। 

শাকিব খান ছেলেটিকে মেনে নিতে রাজি হতেন কিন্তু অপু বিশ্বাসকে মেনে নিতে রাজি হয়নি। পরবর্তীতে অপু বিশ্বাস তাকে তালাক দেন।

শাকিব খানের সাথে শবনম বুবলির সম্পর্কের কথা আমরা অনেকেই জানি এটা জানা যায় যে তাদের একটি পুত্র সন্তান আছে তার নাম হলো শেহজাদ খান বীর।  https://www.google.com

সমস্ত সম্পর্কের কথা যখন ভক্তদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং তাদের ভিতরে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে অবশেষে ২০২২ সালে শবনম বুবলীকে  তালাক দেয়।

শাকিব খানের সামাজিক যোগাযোগ মাধ্যম 

Facebook Shakib Khan

Instagram shakib

Twitter theshakibkhan

Wikipedia Shakib Khan

শাকিব খানের সম্পদের পরিমাণ

 শাকিব খান একটি সিনেমাতে আত করতে তিনি বেতন নেন ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত। তার সম্পদের পরিমাণ প্রায় 50 মিলিয়ন।

শাকিব খান সম্পর্কে আরো কিছু তথ্য

  • শাকিব খান হলেন একজন মুসলিম অভিনেতা
  •  শাকিব খান তার প্রথম বিবাহের ৭ বছর এর বেশি সময় ধরে লুকিয়ে রেখেছিলেন।
  •  শাকিব খান তার মোবাইল নাম্বার কখনোই প্রকাশের শেয়ার করেনী।
  • শাকিব খান অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল বিজনেস ম্যাগনেট। 
  • শাকিব খান তার পায়ের জুতার সাইজ ৯ ইউ এস। 

 সমাপনীঃ প্রিয় পাঠক আজকে আমার এই আর্টিকেলটি শাকিব খান বাংলার কিংবদন্তি অভিনেতা সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি আপনারা শাকিব খানের কম বেশি সকল তথ্য আপনারা জেনে গেছেন। আর যদি কোন তথ্য ভুল হয় বা ভুল মনে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

admin

মোঃ শফিকুল ইসলাম লেবু (Lecturer) ডালিয়া, ডিমলা, নীলফামারী। আমি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে কন্টেইন ও ব্লগিং পোষ্ট করে থাকি, এ ব্যাপারে পাঠকগন মতামত দিলে - যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *