চিত্র বিনোদন

চিত্র নায়িকা শাবনুর এর জীবনী ( Shabnur`s Biography)

চিত্র-নায়িকা-শাবনুর-বাংলাদেশ চলচ্চিত্র চিত্রনায়িকা শাবনূর সম্পর্কে আমরা কমবেশি সবাই যারা সিনেমা দেখি তাদের কাছে পরিচিতি মুখ শাবনুর।আজকে আমার এই আর্টিকেলটিতে প্রিয় পাঠকদের জন্য লেখা যারা ক্লান্তিবোধ শেষ করে একটু শান্তির জন্য যারা সিনেমা দেখতে ভালোবাসেন বিশেষ করে বাংলা সিনেমা সামাজিকতার ছোঁয়া যেখানে অবিচল তাইতো শাবনূরের অভিনীত যে সমস্ত ছবি সিনেমা আপনারা দেখেছেন নিশ্চয়ই শাবনুরকে মনে রেখেছেন।  আজকে আমি জানাবো চিত্র নায়িকা শাবনুরের জীবন বৃত্তান্ত সম্পর্কে তার জন্ম, বয়স, পড়াশোনা অভিনীত সিনেমা তার আসল নাম,শ্রেষ্ট পুরুষ্কার ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেয়া যাক। 

চিত্রনায়িকা শাবনুরের পরিচয়

শাবনুর ১৯৭৯ সালে ১৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় শার্শা উপজেলায় নাভারণে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। যখন তিনি চলচ্চিত্র জগতে পা রাখে তখন সুনামধন্য নির্মাতা ও তার মেইনটর এহতেশাম তার নামকরণ করেন সংক্ষেপে শাবনুর। যার অর্থ হচ্ছে  রাতের আলো। চিত্রনায়িকা শাবনুরের বাবার নাম শাহজাহান চৌধুরী।

শাহাজান চৌধুরীর তিন সন্তানের মধ্যে শাবনূর হচ্ছে বড়। শাবনুরের ছোট বোনের নাম ঝুমুর এবং ভাইয়ের নাম তমাল  তারা দুজনেই নিজ নিজ পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। 

https://daliatista.com

নায়িকা শাবনুরের পারিবারিক জীবন

 চিত্রনায়িকা শাবনুর এর পারিবারিক জীবনে ২০১১ সালের ৬  ডিসেম্বর শিল্পপতি অনিক মাহমুদের সঙ্গে শাবনুরের আংটি বদল হয়েছে। অতঃপর পারিবারিকভাবে ২০১২ সালে ২৮ ডিসেম্বর  তাদের বিয়ে হয়। 

চিত্র-নায়িকা-শাবনুর

নায়িকা শাবনুর বিয়ের পর  অস্ট্রেলিয়া বসবাস করতে শুরু করেন এবং সেখানে সে নাগরিকত্ব লাভ করে। ২০১৩ সালে ২৯ ডিসেম্বরে শাবনুর এক ছেলে সন্তানের মা হয়ে যান। শাবনুর তার ছেলের নাম রাখের আইজান নিহান।

চিত্র-নায়িকা-শাবনুর

চিত্র নায়িকা শাবনুরের জীবনী

  • জন্মঃ১৭ ই ডিসেম্বর ১৯৭৯ সালে
  • আসল নামঃকাজী শারমিন নাহিদ নূপুর
  • ডাক নামঃ শাবনুর
  • মঞ্চনামঃ শাবনুর
  • বাবার নামঃ শাহজাহান চৌধুরী
  • জন্ম স্থানঃ যশোর,খুলনা,বাংলাদেশ
  • বয়সঃ বর্তমানে ৪২ বছর
  • পেশাঃ অভিনেত্রী ও মডেল
  • ধর্মঃ  ইসলাম
  • উচ্চতাঃ ৫ ফিট ৩ ইঞ্চি (১.৬০ মিটর)
  • স্বামীর নামঃ অনিক মাহমুদ
  • সন্তানঃ ১ টি
  • সন্তানের নামঃ আইজান নেহান
  • মায়ের নামঃ  মিলি বেগম
  • ওজনঃ ৮০ কেজি
  • কমরের মাপঃ ২৬ ইঞ্চি
  • হিপ আকারঃ ৩৭ ইঞ্চি
  • দৈহিক আকৃতিঃ ত্রিভুজ
  • জুতার মাপঃ 6 মার্কিন
  • চুলের রংঃ কালো
  • চোখের রংঃ কালো
  • শিক্ষাঃ স্কুল থাকতেই নায়িকা হয়েছেন
  • প্রিয় রংঃ  কালো, সাদা, নীল ,বেগুনী
  • প্রিয় খেলাঃ ফুটবল ক্রিকেট
  • প্রিয় খেলোয়াড়ঃ সাকিব আল হাসান
  • প্রিয় দেশঃ অষ্ট্রেলিয়া,কক্সবাজার,সিঙ্গাপুর

আরো জানুন- শাকিব খানের জীবনী এপার বাংলা চলচিত্রের কিং খান নামে পরিচিত

জাতীয় চলচ্চিত্র পুরুস্কার

জাতীয় চলচ্চিত্র পুরুস্কার (১ বার)

মেরিল -প্রথম আলো পুরুস্কার (১০ বার)

বাচসাস পুরুস্কার (৩ বার)

সামাজিক যোগাযোগ

Facebook Page: https://www.facebook.com/ShabnurOfficialFanPage

Twitter:https://twittercom/sabnur00

শাবনুরের প্রাথমিক কর্মজীবন যেভাবে শুরু হয়

শাবনুর প্রথম চলচিত্র চাঁদনী রাতে এটি ১৯৯৩ সালে মুক্তি পায়।  এই সিনেমাটি পরিচালনা করেছেন এহতেশাম। এই সিনেমাটিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন সাব্বির। দুঃখের বিষয় সিনেমাটি ব্যর্থ হয়। পরবর্তীতে চিত্র নায়ক সালমান শাহ এর সাথে জুটি বেধে ১৪ টি সিনেমা অভিনয় করেন। যা পরবর্তীতে সফল  সিনেমা ব্যবসা সফল হয়। 

চিত্র-নায়িকা-শাবনুর-পরবর্তীতে সালমান শাহ ও শাবনুর জুটি প্রথম ছায়াছবি জহুরুল হক পরিচালিত তুমি আমার এটি মুক্তি পায় ১৯৯৪ সালে। শাহ আলম কিরন তাদের নিয়ে ফারুক- কবরী জটিল সুজন সখি চলচ্চিত্রের রঙ্গিন পূর্ণ নির্মাণ সুজন সখি সিনেমাটি নির্মাণ করে।

১৯৯৫ সালের স্বপ্নের ঠিকানা ১৯৯৬ সালের স্বপ্নের পৃথিবী  ১৯৯৭ সালে তোমাকে চাই, যা এটি শিবলী সাদিক পরিচালিত আনন্দ অশ্রু এ জুটির উল্লেখযোগ্য ছবি হিসাবে পরিচিতি লাভ করে।

চিত্র-নায়িকা-শাবনুর-পরবর্তীতে শাবনুর নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুন সফলতা অর্জন করে রিয়াজের বিপরীতে ১৯৯৭ সালে মন মানে না তুমি শুধু তুমি ১৯৯৯ সালে ভালোবাসি তোমাকেবিয়ের ফুল দারুন ব্যবসা সফল সিনেমা প্রকাশ পায়।

 চিত্রনায়িকা শাবনুর মান্না শাকিব খান এর সাথে অভিনয় করে সফল হয়েছে। সেই সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস  পুরস্কার লাভ করেন। ১৯৯৮ সাল ১৯৯৯ সালে চলচ্চিত্রের জন্য তারকা জরিপে দুইবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।

চিত্রনায়িকা শাবনুরের অভিনয় জীবন

শাবনুরের অভিনয় জীবন শুরু হয় মঞ্চ নাম থেকে তার অভিনয় শুরু। শাবনুর বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম একজন সফল অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করে।

আরো জানুন-বাংলাদেশের এযাবৎ কালের সেরা ১০ টি সিনেমা

শাবনুর ২০০৫ সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত “দুই নয়নের আলো” ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।তিনি ছয়বার বাচসাস পুরস্কার অর্জন করেছিলেন। শাবনুর রেকর্ডসংখ্যক দশবার তারকা জরিপের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করে থাকে।

শাবনুর অভিনীত ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত যেসব সিনেমায় অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন।

  • মনতাজুর রহমান আকবার পরিচালিত এভাবেই ভালোবাসা হয়
  • মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মত বউ
  • মুস্তাফিজুর রহমান পরিচালিত মন ছুঁয়েছে মন
  • চন্দন চৌধুরী পরিচালিত ভালো বেসে বউ আনব
  • বি আর চৌধুরী পরিচালিত বধু তুমি কার

২০১২ সালের শেষের দিকে পাগল মানুষ সিনেমার কাজ শুরু করেন। কিন্তু শ্যুটিং স্পটে পরিচালক এম এম সরকার মারা গেলে ছায়াছবির বাকী অংশ অসমাপ্ত রয়ে যায়।

পরবর্তীতে ২০১৫ সালে আবার নতুন করে ছায়াছবির  জন্য নতুন ভাবে চুক্তিবদ্ধ হন। পরিচালক বদ উল আলম খোকন বাকি ছায়াছবিটির কাজ শেষ করে। https://www.google.com

২০১৩ সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমীর সাথে অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা সিনেমাটিতে।

২০১৬ সালে আবারো চুক্তিবদ্ধ হন বিএ কাজলের মন যারে চায় ছায়াছবিতে। এই ছবিতে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যায় শাবনূরকে।

তাছাড়াও চুক্তিবদ্ধ হন,মোস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় সিনেমাতে। এত তার বিপরীতে কাজ করেন ফেরদৌস।

শেষ কথাঃ চিত্র-নায়িকা-শাবনুর- উল্লেখিত চলচ্চিত্রের চিত্র নায়িকা শাবনুনের জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যা আপনি এখান থেকে সহজেই শাবনুরের সকল তথ্য জানতে সক্ষম হবেন। আজকে আমার এই আর্টিকেলটিতে সমস্ত পাঠক বিনোদন প্রেমী অনেকেরই কৌতুহল থাকে চিত্র জগতের নায়ক নায়িকাদের তাদের জীবন জীবিকা সম্পর্কে জানার ইচ্ছা থাকে। তাদের জন্যই মূলত আজকে আমার এই আর্টিকেলটি লেখা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় ব্যক্তির কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

admin

মোঃ শফিকুল ইসলাম লেবু (Lecturer) ডালিয়া, ডিমলা, নীলফামারী। আমি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে কন্টেইন ও ব্লগিং পোষ্ট করে থাকি, এ ব্যাপারে পাঠকগন মতামত দিলে - যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *